Solution
Correct Answer: Option B
- ইসরায়েলের গোয়েন্দা সংস্থার নাম হলো মোসাদ (The Institute for Intelligence and Special Operations)।
- এটি সারা বিশ্বের অন্যতম দুর্ধর্ষ এবং কার্যকরী গোয়েন্দা সংস্থা হিসেবে পরিচিত, যার সদর দপ্তর তেল আবিবে অবস্থিত।
- অপশনে থাকা আইএসআই (ISI) হলো পাকিস্তানের আন্তঃবাহিনী গোয়েন্দা সংস্থা।
- র (RAW) বা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং হলো ভারতের প্রধান গোয়েন্দা সংস্থা।
- কেজিবি (KGB) ছিল সাবেক সোভিয়েত ইউনিয়নের (বর্তমান রাশিয়া) প্রধান গোয়েন্দা সংস্থা।