হাইপোগ্লাইসেমিয়া কিসের অভাবে হয়?
A ক্যালসিয়াম
B রক্তের গ্লুকোজ
C ভিটামিন-ই
D ইনসুলিন
Solution
Correct Answer: Option B
-হাইপোগ্লাইসেমিয়া হল রক্তের গ্লুকোজ মাত্রা কমে যাওয়ার একটি অবস্থা।
-স্বাভাবিক রক্তের গ্লুকোজ মাত্রা 70 মিলিগ্রাম/ডেসিলিটার থেকে 130 মিলিগ্রাম/ডেসিলিটারের মধ্যে থাকে।
-রক্তের গ্লুকোজ মাত্রা 70 মিলিগ্রাম/ডেসিলিটারের নিচে নেমে গেলে হাইপোগ্লাইসেমিয়া বলে।