৩,০০,০০০ টাকা ব্যাংকে রাখার ৭ (১/২) বছর পর আসল টাকার ১ (১/৪) অংশ মুনাফা পেলে বার্ষিক সুদের হার কত?
Solution
Correct Answer: Option C
এখানে,
সুদ, I = ৩,০০,০০০ এর ৫/৪ = ৩৭৫০০০ টাকা
আসল, P = ৩,০০,০০০ টাকা
সময়, n = ১৫/২ বছর
সুদের হার, r =?
আমরা জানি,
I = Pnr
বা, ৩৭৫০০০ = ৩০০০০০ × (১৫/২) × (r/১০০)
বা, ৩৭৫০০০ × ২ × ১০০ = ৩০০০০০ × ১৫ × r
বা, r = (৩৭৫০০০ × ২ × ১০০)/(৩০০০০০ × ১৫)
বা, r = (৫০/৩)%
∴ সুদের হার =(৫০/৩)% = ১৬ (২/৩)%