একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ১২ বার ঘুরে। চাকাটি ৫ সেকেন্ডে কত ডিগ্রী ঘুরে?

A ২৭০°

B ১৮০°

C ৩৬০°

D ৩০০°

Solution

Correct Answer: Option C

৩৬০°
ব্যাখ্যা:
আমরা জানি,
১ মিনিট = ৬০ সেকেন্ড
দেওয়া আছে,
চাকাটি ১ মিনিটে বা ৬০ সেকেন্ডে ঘুরে = ১২ বার
∴ চাকাটি ১ সেকেন্ডে ঘুরে = ১২/৬০ বার = ১/৫ বার
∴ চাকাটি ৫ সেকেন্ডে ঘুরে = (১ × ৫)/৫ বার = ১ বার
আমরা জানি,
একটি চাকা একবার সম্পূর্ণ ঘুরলে ৩৬০° কোণ উৎপন্ন করে।
যেহেতু চাকাটি ৫ সেকেন্ডে ১ বার ঘুরে,
তাই চাকাটি ৫ সেকেন্ডে ৩৬০° ঘুরে।
বিকল্প পদ্ধতি (শর্টকাট):
চাকাটি ৬০ সেকেন্ডে ঘুরে = ১২ বার
∴ ৫ সেকেন্ডে ঘুরে = (১২ × ৫) / ৬০ বার = ১ বার
১ বার ঘুরলে চাকা অতিক্রম করে = ৩৬০°

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions