Solution
Correct Answer: Option B
• বাংলাদেশের সবচেয়ে বশি পাট উৎপন্ন হয় : রংপুর
• শ্রেষ্ঠ পাট বলয় অঞ্চল : ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা।
• মেশতা এক জাতীয় : পাট।
• জুটন আবিস্কার করেন : ডঃ সিদ্দিকুল্লাহ।
• পাটের জীবন রহস্য উম্নোচন করেন : মাকসুদুল আলম।
• দেশের পাটের প্রধান বানিজ্য কেন্দ্র : নারায়ণগঞ্জ।