বর্তমানে বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকদের মধ্যে কত ভাগ মহিলা?
A ৪০ ভাগ
B ৫৮ ভাগ
C ৭২ ভাগ
D ৮০ ভাগ
Solution
Correct Answer: Option B
- বাংলাদেশের তৈরি পোশাক শিল্প-এ নারী শ্রমিকের নিয়োগ পূর্বে প্রায় ৮০ শতাংশ হলেও বর্তমানে তা ৫৮ শতাংশের বেশি নয় বলে ২০১৭ সালে মোট ৩৫০০টি কারখানার উপর পরিচালিত ব্র্যাক ইউনিভাসির্টির সেন্টার ফর অন্টারপ্রেনারশিপ ডেভলপমেন্ট বিভাগের একটি গবেষনায় উঠে এসেছে।