দুইটি সংখ্যার বর্গের সমষ্টি 181 এবং সংখ্যা দুইটির গুনফল 90. সংখ্যা দুইটির বর্গের অন্তর নির্ণয় কর। 

A 17 

B 19 

C -17 

D -19 

Solution

Correct Answer: Option B

মনে করি, সংখ্যাদ্বয় x ও y এবং x>y
প্রথম শর্তানুসারে, x2+y2 = 181 ....... (1)
দ্বিতীয় শর্তানুসারে, xy = 90 ........ (2) 
আমরা জানি, (x2-y2)2 = (x2+y2)2 - 4x2y2
= (x2+y2)2 - (2xy)2
= (181)2 - (180)2
= 361
∴ x2-y2 = ± 19
কিন্তু, x>y বলে অন্তর ঋণাত্মক গ্রহনযোগ্য নয়।
সুতরাং, সংখ্যা দুইটির বর্গের অন্তর = 19 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions