চা পাতার মূল্য 10% কমে গেলে চা পাতার বিক্রি শতকরা কত বৃদ্ধি পেলে চা পাতা বাবদ সরকার শতকরা 8 টাকা বেশি কর পাবে? 

A 8% 

B 10% 

C 20% 

D 25% 

Solution

Correct Answer: Option C

শুরুতে চা পাতার মূল্য = 100 টাকা হলে সরকার কর পেতো এই 100 টাকার উপর।
এখন মূল্য 10% কমে গেলে নতুন মূল্য = 100-10 = 90 টাকা (এতে সরকারের প্রাপ্ত করের পরিমাণও কমে যাবে) 
সুতরাং, সরকারকে অতিরিক্ত 8% কর পেতে হলে চা পাতা বিক্রি হতে হবে = (100+8) = 108 টাকার 
∴ বিক্রি বৃদ্ধি পেতে হবে = 108-90 = 18 টাকার
সুতরাং, বিক্রি বৃদ্ধির শতকরা হার = (18*100)/90 = 20% 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions