'কঙ্কন পা' রচিত চর্যাপদের প্রবাদ কোনটি?
A আপনা মাংসেঁ হরিণা বৈরী
B হাড়ীত ভাত নাহি নিতি আবেশী
C আন চাহন্তে আন বিনধা
D বর সুন গোহালী কিমু দুঠ্য বলন্দেঁ
Solution
Correct Answer: Option C
• 'আন চাহন্তে আন বিনধা' এই প্রবাদটি কবি 'কঙ্কন পা' রচিত চর্যাপদের ৪৪ নং পদ।
• এর অর্থ- অন্য চাহিতে, অন্য বিনষ্ট