চর্যাপদের কোন পদে বৌদ্ধদের কথার উল্লেখ পাওয়া যায়?
Solution
Correct Answer: Option B
• চর্যাপদের কবিরা ছিলেন বৌদ্ধ, তবে চর্যাপদে-
১) প্রথম, দ্বিতীয় ও ষষ্ঠ পদে আমরা বেদ ব্রাহ্মণ ও আর্য যোগীদের পরিচয় পাই।
২) পঞ্চম পদে বৌদ্ধদের কথার উল্লেখ পাই।
৩) তৃতীয় ও চতুর্থ পদে রয়েছে জৈন সাধুরা।