'সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে' বাক্যটি -
A মিশ্র
B যৌগিক
C জটিল
D সরল
Solution
Correct Answer: Option D
যে বাক্যে একটি সমাপিকা ক্রিয়া থাকে, তাকে সরল বাক্য বলে। যেমন – পাখিগুলাে নীল আকাশে উড়ছে। তিনি ভাত খেয়ে ঘুমিয়ে পড়লেন। সরল বাক্যে অনেক সময়ে ক্রিয়া অনুপস্থিত থাকে।