Correct Answer: Option C
যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্যের এক বা একাধিক আশ্রিত বাক্য পরষ্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয়, তাকে জটিল বাক্য বলে ।
যেমনঃ আশ্রিত বাক্য (আমি এসেছি) এবং প্রধান খণ্ডবাক্য (তোমাকে নিয়ে যাব) ।
সুতরাং প্রশ্নে প্রদত্ত বাক্যটি জটিল বাক্য ।
একটি মাত্র কর্তা এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া দ্বারা গঠিত বাক্যকে সরল বাক্য বলে ।
যেমনঃ 'পুকুরে পদ্মফুল (উদ্দেশ্য) ফোটে (বিধেয়) ।'
পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্য মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন রীতিকে যৌগিক বাক্য বলে ।
যেমনঃ 'সে কাল আসবে এবং আমি যাব ।'
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions