কোন রশ্মি চৌম্বক ও তড়িৎ ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয়?
A গামা রশ্মি
B বিটা রশ্মি
C রঞ্জন রশ্মি
D আলফা রশ্মি
Solution
Correct Answer: Option B
✔বিটা রশ্মির বৈশিষ্ঠ্যঃ
১। এটি অতি দ্রুত দ্রুতি সম্পন্ন ইলেকট্রনের প্রবাহ।
২।বিটা রশ্মি ঋণাত্নক আধানযুক্ত।
৩।এই রশ্মি চৌম্বক ও তড়িৎ ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয় ।