Solution
Correct Answer: Option C
যে কোনো ভাষায় ব্যবহৃত লিখিত বর্ণসমষ্টিকে সে ভাষার বর্ণমালা বলে । বাংলা বর্ণমালায় ৫০টি বর্ণের মধ্যে স্বরবর্ণ ১১ টি । এর মধ্যে অর্ধমাত্রার স্বরবর্ণ ১টি (ঋ); মাত্রাহীন ৪টি ( এ,ঐ,ও,ঔ ) এবং পূর্ণমাত্রার ৬টি (অ,আ,ই,ঈ,উ,ঊ ) ।