একটি সমকোণী ত্রিভুজের ভূমি ৩ সে.মি. এবং অতিভুজ ৫ সে.মি. হলে ক্ষেত্রফল কত?
Solution
Correct Answer: Option A
দেওয়া আছে,
সমকোণী ত্রিভুজের ভূমি ৩ সে.মি. এবং অতিভুজ ৫ সে.মি.
∴ লম্ব২ = অতিভুজ২ - ভূমি২
= ৫২ - ৩২
= ২৫ - ৯
= ১৬
∴ লম্ব=√১৬= ৪
∴ ক্ষেত্রফল = ১/২ x ভূমি x লম্ব
= ১/২ x ৩ x ৪
= ৬ বর্গ সে.মি.