নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ ?

A ১.৫

B ১.০৭

C ১.৮

D ০.০৭

Solution

Correct Answer: Option D

- যে ভগ্নাংশের লব, হর অপেক্ষা ছোট তাকে প্রকৃত ভগ্নাংশ বলে।

এখানে,
ক) ১.৫= ৩/২ [অপ্রকৃত ভগ্নাংশ]
খ) ১.০৭ =১০৭/১০০[অপ্রকৃত ভগ্নাংশ]
গ) ১.৮  = ১৮/১০ [অপ্রকৃত ভগ্নাংশ]
ঘ)০.০৭ = ৭/১০০[প্রকৃত ভগ্নাংশ]

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions