Solution
Correct Answer: Option D
- পার্শ্বিক ব্যঞ্জন (Lateral Consonant) হলো এমন একটি ব্যঞ্জনধ্বনি, যার উচ্চারণের সময় শ্বাসবায়ু জিহ্বার এক বা দুই পাশ দিয়ে বের হয়।
- বাংলা ভাষায় "ল" ধ্বনি পার্শ্বিক ব্যঞ্জনের উদাহরণ।
উচ্চারণের সময়:
- জিহ্বার ডগা দন্তমূল স্পর্শ করে।
- শ্বাসবায়ু জিহ্বার দুই পাশ দিয়ে মুখবিবর থেকে বের হয়।