Loading [MathJax]/extensions/tex2jax.js
 
দুটি সংখ্যার ল. সা. গু ৬০ এবং গ. সা. গু ১০। একটি সংখ্যা অপর সংখ্যার দুই তৃতীয়াংশ হলে ছোট সংখ্যাটি কত?

A ২০

B ৩০

C ১০

D ৪০

Solution

Correct Answer: Option A

ধরি একটি নাম্বার = x
অপর নাম্বার = 2x/3
শর্তমতে,
2x2/3 = 60×10
বা, 2x2= 1800
বা, x2 = 900
∴ x = 30

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions