৬৪ কেজি বালু ও পাথরের মিশ্রণে বালির পরিমাণ ২৫%। কত কেজি বালি অতিরিক্ত মিশালে নতুন মিশ্রণে পাথরের পরিমাণ ৪০% হবে?

A ৫৪

B ৫৫

C ৫৬

D ৭৫

Solution

Correct Answer: Option C

মিশ্রণে বালুর পরিমাণ = ৬৪ × (২৫/১০০) = ১৬ কজি

মিশ্রণে পাথরের টুকরার পরিমাণ = (৬৪ - ১৬) কেজি = ৪৮ কেজি

নতুন মিশ্রণে পাথর ও বালুর অনুপাত = ৪০:৬০
৪০ কেজি পাথরে বালুর পরিমাণ ৬০ কেজি
৪৮ কেজি পাথরে বালুর পরিমাণ (৬০×৪৮)/৪০  কেজি
                                        = ৭২ কেজি
∴ বালু মিশাতে হবে = ৭২ - ১৬ = ৫৬ কেজি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions