যে বর্ণে দ্যোতিত ধ্বনি অন্য ধ্বনির সঙ্গে মিলিত হয়ে একত্রে উচ্চারিত হয় তাকে-
A যুক্তবর্ণ
B ব্যঞ্জনবর্ণ
C পরাশ্রয়ী বর্ণ
D স্বরবর্ণ
Solution
Correct Answer: Option C
- যে বর্ণে দ্যোতিত ধ্বনি অন্য ধ্বনির সঙ্গে মিলিত হয়ে একত্রে উচ্চারিত হয় তাকে বলা হয় পরাশ্রয়ী বর্ণ।
- পরাশ্রয়ী বর্ণ তিনটি হলো: ং, ঃ, ঁ।