ফুলবাড়ী কয়লা খনি অবস্থিত-
A রংপুর
B দিনাজপুর
C ঠাকুরগাঁও
D পঞ্চগড়
Solution
Correct Answer: Option B
- ফুলবাড়ী কয়লা খনি দিনাজপুরে অবস্থিত।
- বি.এইচ.পি মিনারেলস এই খনি ১৯৯৭ সালে আবিস্কার করে।
- এর গভীরতা ১৫০-২৪০ মিটার।
- কয়লা মজুদের পরিমাণ ৩৮৭ মেট্রিক টন।