Solution
Correct Answer: Option C
- সাঁই শব্দটি প্রভু, গুরু, স্বামী অর্থে ব্যবহৃত হয়। গুরু’র পর যেমন ‘জি’ যুক্ত করে গুরুজি ডাকা হয়, তেমনি সাঁই-এর পর জি যুক্ত করে ‘সাঁইজি’ ডাকা হয়।
- বাউলরা অবশ্য সাঁইজি ডাকেন তাঁদের গুরুদের। যারা তাদের দর্শন চর্চার পথে উপদেশ দেন, তাঁরা সাঁই বা সাঁইজি।
- লালন শাহের অনেক অনুসারী ছিলেন, তারা উনাকে সাঁইজি নামে ডাকতেন।