Loading [MathJax]/jax/output/HTML-CSS/fonts/TeX/fontdata.js
 
'সাঁইজি' নামে কাকে ডাকা হয়?

A হাসন রাজাকে 

B ওস্তাদ আলাউদ্দিন খাঁ কে 

C লালন ফকিরকে 

D আব্দুল করিমকে 

Solution

Correct Answer: Option C

- সাঁই শব্দটি প্রভু, গুরু, স্বামী অর্থে ব্যবহৃত হয়। গুরু’র পর যেমন ‘জি’ যুক্ত করে গুরুজি ডাকা হয়, তেমনি সাঁই-এর পর জি যুক্ত করে ‘সাঁইজি’ ডাকা হয়।
- বাউলরা অবশ্য সাঁইজি ডাকেন তাঁদের গুরুদের। যারা তাদের দর্শন চর্চার পথে উপদেশ দেন, তাঁরা সাঁই বা সাঁইজি।
- লালন শাহের অনেক অনুসারী ছিলেন, তারা উনাকে সাঁইজি নামে ডাকতেন। 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions