দুটি সংখ্যার যোগফল ৬৩০। এদের অনুপাত ১০ঃ১১ হলে, সংখ্যা দুটি নির্ণয় কর। 

A ২০০, ১৯৮ 

B ৩০০, ২৭৯ 

C ১৫৯, ২০১ 

D ৩০০, ৩৩০ 

Solution

Correct Answer: Option D

দেওয়া আছে,
সংখ্যা দুটির যোগফল= ৬৩০
সংখ্যা দুটির অনুপাত= ১০ঃ১১

অনুপাতের রাশিগুলোর যোগফল= ১০+১১ = ২১
∴ একটি সংখ্যা= ৬৩০ এর (১০/২১) অংশ = ৩০০ 
∴ অপর সংখ্যা= ৬৩০ এর (১১/২১) অংশ = ৩৩০ 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions