৬% সরল মুনাফায় ৮০০০ টাকা বিনিয়োগে ৫ বছরে যে মুনাফা হয়, কোন সরল মুনাফা হারে বিনিয়োগে ১০০০০ টাকায় ৩ বছরে সেই মুনাফা হবে? 

A ১০% 

B ১২% 

C ৯% 

D ৮% 

Solution

Correct Answer: Option D

দুই ক্ষেত্রেই সুদের পরিমাণ সমান।
আমরা জানি,
    I1 = I2
⇒ p1n1r1 = p2n2r2
⇒ ৮০০০ x ৫ x (৬/১০০) = ১০০০০ x ৩ x r2
⇒ ২৪০০ = ৩০০০০ x r2
⇒ r2 = ২৪০০/৩০০০০ = (২৪০০/৩০০) = ৮%

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions