জামিল সাহেব পেনশনের টাকা পেয়ে ১০ লাখ টাকার তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক ৫ বছর মেয়াদি পেনশনের সঞ্চয়পত্র কিনলেন। বার্ষিক মুনাফা ১২% হলে, তিনি ১ম কিস্তিতে অর্থাৎ প্রথম ৩ মাস পর কত মুনাফা পাবেন? 

A ২৫০০০ টাকা 

B ৩০০০০ টাকা 

C ৩২০০০ টাকা 

D ৩৭০০০ টাকা 

Solution

Correct Answer: Option B

জামিল সাহেবের পেনশনের পরিমাণ বা আসল, P = ১০০০০০০ টাকা
মুনাফার হার, r = ১২% = ১২/১০০
n = ৩/১২ = ১/৪ বছর
মুনাফা, I = ? 
আমরা জানি,
I = Pnr
= {১০০০০০০ x (১/৪) x (১২/১০০)}
= ৩০০০০ টাকা
∴ নির্ণেয় মুনাফা ৩০০০০ টাকা 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions