একজন বিক্রেতা একটি বই এর বিক্রয়মূল্যের উপর ৫% ছাড় দিয়ে ক্রয়মূল্যের উপর ২৫% লাভ করলো। যদি ঐ বই এর ক্রয়মূল্য ৩৮০ টাকা হয়ে থাকে তবে ঐ বই এর বিক্রয়মূল্য কত লেখা ছিল?

A ৪০০

B ৪৫০

C ৫০০

D কোনোটিই নয়

Solution

Correct Answer: Option C

প্রকৃত ক্রয়মূল্য = ৩৮০ টাকা

২৫% লাভে বিক্রয়মূল্য = ৩৮০ x ১.২৫ = ৪৭৫ টাকা

৫% ছাড়ের কারণে লিখিত বিক্রয়মূল্যের ৯৫% = ৪৭৫ টাকা

সুতরাং, লিখিত বিক্রয়মূল্য = ৪৭৫ /০.৯৫ = ৫০০ টাকা

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions