আসিফ অফিসে যাবার সময় অর্ধেক দূরত্ব ঘন্টায় ৫ কিমি বেগে অতিক্রম করলো এবং বাকি অর্ধেক দূরত্ব ঘন্টায় ৩ কিমি বেগে অতিক্রম করলো। তার গড় বেগ ঘন্টায় কত কি.মি.?
A ৪
B ১৫/৮
C ১৫/৪
D কোনোটিই নয়
Solution
Correct Answer: Option C
গড় গতিবেগ বের করার নিয়ম হচ্ছে (মোট অতিক্রান্ত পথ/মোট অতিবাহিত সময়)
এখানে দুভাবেই ধরা যায়।ধরি প্রথম অর্ধেক ১৫ এবং পরের অর্থেক ১৫ কিমি।(৫ এবং ৩ এর ল সা গু)
মোট অতিক্রান্ত পথ= ১৫+১৫=৩০ কিমি এবং সময় ১৫/৫=৩ ঘন্টা এবং ১৫/৩=৫ ঘন্টা
৩+৫=৮ ঘন্টা।
সুতরাং গড় গতিবেগ =(১৫+১৫)/(৩+৫)=৩০/৮=১৫/৪