একটি পণ্যের বিক্রয়মূল্য দ্বিগুণ হলে বিক্রেতার মুনাফা বেড়ে ৩ গুণ হবে। মূল্যবৃদ্ধি না করে পণ্যটি বিক্রয় করলে বিক্রেতা কত মুনাফা করবে (%)?
A ৫০
B ১০০
C ১৫০
D কোনোটিই নয়
Solution
Correct Answer: Option B
ধরি,
বিক্রয়মূল্য 100 টাকা লাভ p টাকা
বিক্রয়মূল্য 200 টাকা লাভ 3p টাকা
এখন,
100 - p = 200 - 3p
⇒ 3p - p = 200 - 100
⇒ 2p = 100
⇒ p = 100/2
∴ p = 50
ক্রয়মূল্য = (100- 50) টাকা = 50 টাকা
মূল্যবৃদ্ধি না করে পণ্যটি বিক্রয় করলে লাভের হার = {50 ×100)/50}% = 100%