একজন বিক্রেতা ১৭টি কলম ৭২০ টাকায় বিক্রি করে যে লোকসান করল তা ৫টি কলমের ক্রয়মূল্যের সমান। একটি কলমের ক্রয়মূল্য কত?
A ৫২
B ৫৪
C ৬০
D কোনোটিই নয়
Solution
Correct Answer: Option C
১৭ টি কলমের বিক্রয়মূল্য=১৭-৫=১২ টি কলমের ক্রয়মূল্য
অর্থাৎ এই ১২ টি কলমের ক্রয়মূল্য হবে ৭২০ টাকা
∴ ১ টি কলমের ক্রয়মূল্য হবে=৭২০/১২=৬০ টাকা