একটি নির্বাচনে দুইজন প্রার্থী জামান এবং নোমান প্রতিদ্বন্দ্বিতা করলো। জামান নির্বাচনে প্রদত্ত ভোটের ৪০% ভোট পেলো। নোমান জামানের চেয়ে ২৯৮ ভোট বেশি পেয়ে নির্বাচন জয়লাভ করলো? ঐ নির্বাচনে কতজন ভোট দিয়েছিল?

A ১৪৯০

B ১৫২০

C ১৫৪০

D কোনোটিই নয়

Solution

Correct Answer: Option A

জামান পায় ৪০% ভোট
∴ নোমান (১০০ - ৪০)% = ৬০%
ভোটের ব্যবধান = (৬০ – ৪০)% বা ২০%
∴ ২০ ভোট বেশির ক্ষেত্রে মোট ভোটার ১০০ জন
∴ ২৯৮ ভোট বেশির ক্ষেত্রে মোট ভোটার (১০০ × ২৯৮)/২০ জন
                                                 = ১৪৯০ জন। 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions