একজন বিক্রেতা একটি পণ্য ৩০% মূল্য ছাড় দিয়ে বিক্রয় করায় তার ১৬% লোকসান হলো। পণ্যটি ১০% মূল্য ছাড়ে বিক্রী করলে তার কত ক্ষতি বা লাভ হত?
Solution
Correct Answer: Option B
ধরি,
ক্রয়মূল্য = ১০০ টাকা
১৬% ক্ষতিতে,
বিক্রয়মূল্য = (১০০ - ১৬) টাকা
= ৮৪ টাকা
৩০% ছাড়ে,
বিক্রয়মূল্য ৭০ টাকা হলে লিখিতমূল্য ১০০ টাকা
'' ১ '' '' '' ১০০/৭০
৮৪ '' '' '' (১০০×৮৪)/৭০
= ১২০ টাকা
১০% ছাড়ে,
বিক্রয়মূল্য= (৯০ ×১২০)/১০০
= ১০৮ টাকা
১০% ছাড়ে, পণ্যটি বিক্রয় করলে লাভ হবে= (১০৮ -১০০)%
= ৮%