পঞ্চাশ জন লোকের মধ্যে ৩৫ জন ইংরেজী, ২৫ জন ইংরেজী ও বাংলা উভয় ভাষায় এবং প্রত্যেকেই দুটি ভাষার অন্তত একটি ভাষায় কথা বলতে পারেন। বাংলায় কতজন কথা বলতে পারেন?

A ৩০

B ৪০

C ৪২

D কোনোটিই নয়

Solution

Correct Answer: Option B

 

তাহলে ইংরেজীর বৃওের ৩৫ থেকে উভয়ে গেল ২৫ তাহলে থাকলো ৩৫-২৫ = ১০ আবার বাংলার কতজন তা জানাই নেই । কিন্তু উভয় ২৫ জন বাংলার ও লোক । তাহলে ৫০ জন মেলাতে আরো লোকের প্রয়োজন ৫০-৩৫ = ১৫ জন। ১৫ জন বাংলায় কথা বলতে পারে । আবার উভয়ের মধ্যকরা ২৫ জন ও বাংলায় কথা বলতে পারে । তাহলে বাংলাভাষী লোকের সংখ্যা ২৫+১৫ = ৪০ জন 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions