একটি ক্লাসের ৪০% ছাত্র বাংলায় এবং ২৫% ছাত্র অংকে এবং ১০% ছাত্র উভয় বিষয়ে অকৃতকার্য হয়েছে। ঐ ক্লাসের শতকরা কতজন উভয় বিষয়ে কৃতকার্য হয়েছে?
A ২৫.০০%
B ৩৫.০০%
C ৪৫.০০%
D কোনোটিই নয়
Solution
Correct Answer: Option C
T=N(B)+N(M) - both +none
or,100%=40%+25%-10%+ none [None=উভয় বিষয়ে কৃতকার্য ছাত্রের সংখ্যা ]
or,none=100%-55%
none=45%
অর্থাৎ উভয় বিষয়ে কৃতকার্য হয়েছে 45%