সুমনের বেতন রহিমের বেতনের ২১০%। লিটনের বেতন লিজার বেতনের ৭০%। লিজার বেতন রহিমের বেতনের দ্বিগুণ। সুমন এবং লিটনের বেতনের অনুপাত কত?
A ৩ঃ২
B ২ঃ১
C ১ঃ১.৫
D কোনোটিই নয়
Solution
Correct Answer: Option A
ধরি
রহিমের বেতন ১০০ টাকা
সুমনের বেতন ১০০ এর ২১০%
= ১০০ এর ২১০/১০০
= ২১০ টাকা
লিজার বেতন = ২০০ টাকা
লিটনের বেতন = ২০০ এর ৭০%
= ২০০ এর ৭০/১০০
= ১৪০ টাকা
সুমনের বেতন : লিটনের বেতন = ২১০ : ১৪০
= ৩ : ২