একটি সংখ্যা অপর সংখ্যার দেড়্গুণ। সংখ্যা দুটির গুনফল ১৫০ হলে বড় সংখ্যাটি কত?
Solution
Correct Answer: Option C
ধরি,ছোট সংখ্যাটি =x
সুতরাং বড় সংখ্যাটি = x এর 1.5 গুণ বা 1.5x
প্রশ্নমতে,
x * 1.5x= 150
or, 1.5x2= 150
or., x2=150/1.5
or, x2 = 100
x = 10
অতএব ছোট সংখ্যাটি 10
বড় সংখ্যাটি=10× 1.5=15