মিথান্যালের জলীয় দ্রবণকে কী বলে?

A রেকটিফাইড স্পিরিট

B  ফরমালিন 

C ভিনেগার 

D ক্লোরোফরম 

Solution

Correct Answer: Option B

ফরমালিন:
- মিথান্যালের জলীয় দ্রবণকে ফরমালিন বলে।
- পরিমাণ হিসেবে 40% মিথান্যাল, 52% পানি ও 8% মিথাইল অ্যালকোহলের মিশ্রিত থাকে।

রেকটিফাইড স্পিরিট:
- 95.6% ইথানল ও 4.4% পানির মিশ্রণকে রেকটিফাইড স্পিরিট বলে।

ভিনেগার:
- 6 -10% ইথানোয়িক এসিডের জলীয় দ্রবণকে ভিনেগার বলে।

ক্লোরোফরম:
- ইথানল, ব্লিচিং পাউডার ও পানির মিশ্রণকে পাতন করলে ক্লোরোফরম পাতিত তরল রূপে সংগৃহীত হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions