হাইড্রোকার্বন কোন যৌগের মূল উপাদান? 

A মোম 

B কেরোসিন 

C প্রাকৃতিক গ্যাস 

D সবগুলোই

Solution

Correct Answer: Option D

হাইড্রোকার্বন:
- হাইড্রোকার্বন হলো শুধু কার্বন ও হাইড্রোজেন এর সমন্বয়ে গঠিত যৌগ।
যেমন - মিথেন (CH4), ইথিন (C2H4), বেনজিন (C6H6) ইত্যাদি।
- যৌগগুলোতে কার্বন আর হাইড্রোজেন ছাড়া আর কোনো মৌল নেই।
- হাইড্রোকার্বন মূলত দুই প্রকার।
যথা -
(i) অ্যালিফেটিক হাইড্রোকার্বন ও
(ii) অ্যারোমেটিক হাইড্রোকার্বন।

- কেরোসিন, প্রাকৃতিক গ্যাস, মোম এগুলোর মূল উপাদান হাইড্রোকার্বন।
- হাইড্রোকার্বন হচ্ছে কার্বন আর হাইড্রোজেনের যৌগ।
- তাই যখন এগুলোর দহন ঘটে তখন বাতাসের অক্সিজেনের সাথে এগুলোর বিক্রিয়া হয় এবং কার্বন ডাই-অক্সাইড, জলীয় বাষ্প, আলো আর তাপশক্তির সৃষ্টি হয়।

উৎস: রসায়ন, নবম-দশম শ্রেণি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions