Solution
Correct Answer: Option A
• অলিন্দের সংকোচন:
- এটি ০.১ সেকেন্ড স্থায়ী হয়।
- এ সময় অলিন্দ দু'টি সংকুচিত অবস্থায় থাকে।
- বাইকাসপিড ও ট্রাইকাসপিড কপাটিকা খুলে যায়।
- ফলে ডান অলিন্দ থেকে CO2 সমৃদ্ধ রক্ত ডান নিলয়ে এবং বাম অলিন্দ থেকে O2 সমৃদ্ধ রক্ত বাম নিলয়ে প্রবেশ করে।
- এই সময় পালমোনারি ও অ্যাওর্টিক সেমিলুনার কপাটিকাগুলো বন্ধ থাকে।