Choose the correct spelling.
Solution
Correct Answer: Option A
- সঠিক বানানটি হলো 'Accommodation', যা ইংরেজি ভাষার অন্যতম সাধারণ ভুল বানানগুলোর একটি।
- এই শব্দটি মনে রাখার সহজ কৌশল হলো, এতে দুটি জোড়া অক্ষর (double letters) রয়েছে।
- শব্দটিতে দুটি 'c' (accco) এবং দুটি 'm' (accommo) ব্যবহৃত হয়।
- অন্য অপশনগুলো ভুল কারণ সেগুলোতে 'c' বা 'm' অথবা উভয় অক্ষরের একটি করে অনুপস্থিত।
- 'Accommodation' শব্দটির অর্থ বাসস্থান, থাকার ব্যবস্থা বা কোনো কিছুর সাথে খাপ খাইয়ে নেওয়া।