দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার চেয়ে যথাক্রমে ২০% ও ৫০% বড়। সংখ্যা দুটির অনুপাত কত?
Solution
Correct Answer: Option C
ধরি, তৃতীয় সংখ্যাটি 'ক'
তাহলে, প্রথম সংখ্যা = ক + ক এর ২০%
= ক + (২০ক/১০০)
= ১২০ক/১০০
= ১.২ক
দ্বিতীয় সংখ্যা = ক + ক এর ৫০%
= ক + (৫০ক/১০০)
= ১৫০ক/১০০
= ১.৫ক
সংখ্যা দুটির অনুপাত = ১.২ক : ১.৫ক
= ১.২ক/১.৫ক
= ১২/১৫
= ৪/৫
= ৪ : ৫