একজন ব্যাটসম্যান ১৬ তম ইনিংসে ৮০ রান করে এবং তার গড় রান ৩ বৃদ্ধি পায়। ১৬তম ইনিংস পর গড় কত?

A ২৫

B ২৯

C ৩২

D ৩৫

Solution

Correct Answer: Option D

ধরি, ১৫তম ইনিংস পর্যন্ত তার গড় রান ছিল 'ক' 
তাহলে,
১৫*ক + ৮০ = ১৬(ক+৩)
⇒ ১৫ক+৮০ = ১৬ক+৪৮
⇒ ১৬ক-১৫ক = ৮০-৪৮
⇒ ক = ৩২ 
∴ ১৬তম ইনিংসে গড় রান হবে = ৩২+৩ = ৩৫ 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions