৬ টি সংখ্যার গড় ২৫। যদি ২২ গড় বিশিষ্ট ৩ টি সংখ্যা প্রদত্ত সংখ্যাটির সাথে যোগ করা হয়, তবে সমন্বিত ৯টি সংখ্যার গড় কত?
Solution
Correct Answer: Option A
৬ টি সংখ্যার মোট মান = ৬ * ২৫ = ১৫০
৩ টি সংখ্যার মোট মান = ৩ * ২২ = ৬৬
৯ টি সংখ্যার মোট মান = ১৫০ + ৬৬ = ২১৬
∴ ৯ টি সংখ্যার গড় = ২১৬ / ৯ = ২৪