৭২৮ এবং ৯০০ কে সর্বাপেক্ষা বড় কোন সংখ্যা দ্বারা ভাগ করলে যথাক্রমে ৮ এবং ৪ অবশিষ্ট থাকেবে?

A ১২

B ১৩

C ১৪

D ১৬

Solution

Correct Answer: Option D

৭২৮ - ৮ = ৭২০ এবং ৯০০ - ৪ = ৮৯৬।

এখানে, ৭২০ এবং ৮৯৬ এর গ.সা.গু. হচ্ছে ২x২x২x২ = ১৬।

সুতরাং, ৭২৮ ও ৯০০ কে ১৬ দিয়ে ভাগ করলে যথাক্রমে ৮ ও ৪ অবশিষ্ট থাকবে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions