প্রথম 10 কেজি পরিবহনের জন্য প্রতি কেজিতে 5 টাকা এবং 10 কেজির উপর প্রতি কেজিতে 4 টাকা ফি নেওয়া হয়। 27 কেজি পরিবহনের জন্য কত ফি দিতে হবে?
A 102 টাকা
B 106 টাকা
C 110 টাকা
D 118 টাকা
Solution
Correct Answer: Option D
- প্রথম ১০ কেজির জন্য প্রতি কেজিতে ৫ টাকা ধরে ৫০ টাকা দিতে হয়।
- বাকি ১৭ কেজির জন্য প্রতি কেজিতে ৪ টাকা ধরে ৬৮ টাকা হয়।
- দুই অংশ যোগ করলে মোট ফি হয় ১১৮ টাকা।