করিম ও রহিমের বেতনের অনুপাত ৭ঃ৫। করিমের বেতন রহিমের বেতন অপেক্ষা ৪০০ টাকা বেশী। রহিমের বেতন কত?
Correct Answer: Option C
ধরি, রহিমের বেতন=ক টাকা
তাহলে করিমের বেতন= ৪০০+ ক
শর্তেমতে,
(৪০০+ ক)/ক=৭/৫
বা, ২ক=২০০০ বা, ক=১০০০
সুতরাংঃ রহিহের বেতন ১০০০টাকা
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions