জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবস্থান কত?

A প্রথম

B দ্বিতীয়

C পঞ্চম

D দশম

Solution

Correct Answer: Option B

-  জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে সৈন্য প্রেরণে ২০২৫ সালের তথ্য অনুযায়ী, শীর্ষ দেশ নেপাল।
- দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত, এবং বাংলাদেশের অবস্থান তৃতীয়
- শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ  সদস্য হয়ঃ ১৯৭৯ সালে।
- প্রথম অংশগ্রহণ করে ১৯৮৮ সালে ; জাতিসংঘের ইরাক-ইরান সামরিক পর্যবেক্ষক গ্রুপ (UNIIMOG) এ ১৫ জন সেনা।
- প্রথম মিশনে যায়- সেনাবাহিনী(১৯৮৮), পুলিশ (১৯৮৯, নামিবিয়া), নৌ ও বিমানবাহিনী (১৯৯৩), নারী পুলিশ(১৯৯৯, পূর্ব তিমুর)
- জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিহত বাংলাদেশি শান্তিরক্ষীদের স্মরণে নির্মিত স্তম্ভ- শান্তিস্তম্ভ (জাতীয় প্যারেড স্কয়ারে)
- বাংলাদেশ নারীরা প্রথম পূর্ণাঙ্গ মিশন নিয়ে শান্তিরক্ষী মিশনে যায়- ২০১০ সালে (কঙ্গোতে, ৮১ জন) ; নাম ছিলোঃ ফর্মেড পুলিশ ইউনিট।
- জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের এশীয় কার্যালয় - ঢাকা
- BIPSOT- বাংলাদেশ ইনিস্টিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং প্রতিষ্ঠা - ১৯৯৯ সালে গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions