- যেসব জ্যোতিষ্কের নিজের আলো আছে সেগুলোকে নক্ষত্র বলে।
- মহাকাশে অসংখ্য নক্ষত্র রয়েছে।
- নক্ষত্রগুলো হলো জ্বলন্ত গ্যাসপিণ্ড এরা হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দিয়ে তৈরি।
-
প্রক্সিমা সেন্টাউরি হলো সূর্যের নিকটতম নক্ষত্র।
- স্কটিশ জ্যোতির্বিদ রবার্ট আইনেস ১৯১৫ সালে এই নক্ষত্র আবিষ্কার করেন।
- এটি খুব কম ভরের লাল বামন নক্ষত্র।
- সূর্য থেকে দূরত্ব প্রায় ৪.২৩ কোটি আলোকবর্ষ।