১০০ থেকে বড় দুইটি পূর্ণসংখ্যার যোগফল ৫০০ হলে সংখ্যা দুইটির সম্ভাব্য অনুপাত কত?
A ৯ : ১
B ৫ : ২
C ৫ : ৩
D ৩ : ২
Solution
Correct Answer: Option D
এখানে, ২০০ এবং ৩০০ হলো ১০০ এর থেকে বড় দুটি পূর্ণ সংখ্যা।
এদের যোগফল= ২০০+৩০০ = ৫০০
∴ এদের অনুপাত= ৩০০ : ২০০
= ৩০০/২০০
= ৩/২
= ৩ : ২