এক ব্যক্তি ৪০০ টাকায় একটি ঘড়ি ক্রয় করল এবং বিক্রয়মূল্যের উপর ২০% লাভে বিক্রয় করল। ঘড়িটির বিক্রয়মূল্য কত?
Solution
Correct Answer: Option B
২০% লাভে বিক্রয়মূল্য (১০০ + ২০) = ১২০ টাকা
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১২০ টাকা
" ১ " " " ১২০/১০০ টাকা
∴ " ৪০০ " " " (১২০× ৪০০)/১০০টাকা = ৪৮০ টাকা।