একটি বিদ্যালয়ে শিক্ষার্থী-শিক্ষকের অনুপাত ৩০ : ১। যদি ৫০ জন ছাত্র এবং ৫ জন শিক্ষক অর্ন্তভূক্ত করা হয়, তবে শিক্ষার্থী-শিক্ষকের অনুপাত দাড়ায় ২৫ : ১। বর্তমানে শিক্ষকের সংখ্যা কত?
Solution
Correct Answer: Option D
ধরা যাক বর্তমানে শিক্ষকের সংখ্যা x
তাহলে, বর্তমানে শিক্ষার্থী সংখ্যা = 30x
50 জন ছাত্র এবং 5 জন শিক্ষক অর্ন্তভূক্ত করার পর,
শিক্ষার্থী সংখ্যা = (30x + 50)
শিক্ষক সংখ্যা = (x + 5)
এখন, আমরা জানি,
(30x + 50) / (x + 5) = 25/1
⇒ 30x + 50 = 25x + 125
⇒ 5x = 75
⇒ x = 15
সুতরাং, বর্তমানে শিক্ষকের সংখ্যা 15 জন।